তারিখ: ৮ জানুয়ারী ২০২৪
অপরাজেয়-বাংলাদেশ, ইউএন উইমেন এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জামালপুর জেলায় অবিলম্বে ৯ মাসের একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।
এই প্রকল্পটি সুবিধাবঞ্চিত মহিলাদের চাহিদা মূল্যায়ন (সামাজিক, আইনগত এবং অর্থনৈতিক অধিকার সম্পর্কিত) এবং সুবিধাবঞ্চিত এই মহিলাদের বিভিন্ন পরিষেবা এবং সহায়তা প্রদানকারী সংস্থাগুলির (সরকারি/বেসরকারি) একটি ম্যাপিং কার্যক্রম পরিচালনা করবে। এই ম্যাপিং কার্যক্রমটি পরিচালনার জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেয়া হবে। পদ, পদসংখ্যা এবং বিস্তারিত নিচে দেয়া হলো।
এরিয়া ম্যানেজার (AM): পদসংখ্যা-১
মূল দায়িত্ব: কর্ম পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে কার্যক্রম বাস্তবায়ন এবং সমস্ত কার্যক্রম যেন পেশাগতভাবে সম্পাদিত হয় তা নিশ্চিত করতে (AM) প্রতিদিন একজন গবেষক ও স্বেচ্ছাসেবক গবেষণা সহকারীর সাথে কাজ করবে। (AM) ব্যক্তিগত সাক্ষাতকার, ফোকাস গ্রুপ আলোচনা, কর্মশালা এবং প্রাথমিক স্তরের স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ সেশন, স্থানীয় সরকারি কর্মকর্তা, এনজিও/সিবিও এবং অন্যান্য সুশীল সমাজ প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করবে। এরিয়া ম্যানেজার প্রকল্প পর্যবেক্ষণ এবং প্রকল্পের যাবতীয় কাজের জন্য জবাবদিহি থাকবে।
যোগ্যতা: বিশেষত সামাজিক বিজ্ঞানে এমএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এনজিওতে কমপক্ষে ০৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। গবেষণা/বেসলাইন-জরিপ
এবং প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে গুরুত্ব দেয়া হবে। স্থানীয় সরকারি কর্মকর্তা, এনজিও/সিবিও এবং অন্যান্য সুশীল সমাজের প্রতিনিধিদেও সাথে ভাল নেটওয়ার্ক তৈরির সক্ষমতা থাকতে হবে। বাংলায় চমৎকার লিখিত
ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইংরেজি দক্ষতাও কাম্য। কম্পিউটার এবং রিপোর্ট লেখার দক্ষতা অপরিহার্য।
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রকল্প স্বেচ্ছাসেবক (PV): পদসংখ্যা-৫
মূল দায়িত্ব: লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীদের সাথে গভীরভাবে সাক্ষাৎকার নেওয়া। জনগোষ্ঠীদের/স্টেকহোল্ডারদের সাথে ফোকাস গ্রুপ আলোচনা, কর্মশালা এবং প্রশিক্ষণে সহায়তা করতে হবে।
প্রয়োজনীয়তা: ন্যূনতম এসএসসি বা সমমান হতে হবে। এনজিওর সাথে কাজের অভিজ্ঞতা, গবেষণা/বেসলাইন-জরিপ এবং প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞ প্রার্থীকে গুরুত্ব দেয়া হবে। স্থানীয় সরকারি কর্মকর্তা, এনজিও/সিবিও এবং
অন্যান্য সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ভাল নেটওয়ার্ক থাকতে হবে। বাংলায়/স্থানীয় ভাষায় চমৎকার মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
অপরাজেয়-বাংলাদেশ একটি সমান সুযোগ প্রদানকারী সংস্থা। নারীদের আবেদন করতে উত্সাহিত করা হয়।
আগ্রহী প্রার্থীকে আগামী ১৫ জানুয়ারী ২০২৪ তারিখের মধ্যে আপনার আবেদনপত্র, সিভি (২টি রেফারেন্স সহ), সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি এবং শিক্ষাগত সনদের কপি পোস্ট/কুরিয়ার/সরাসরি প্রেরণ করতে হবে। ইমেইলেও আবেদন পাঠাতে পারেন: shimu1972@gmail.com অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
“নারী-শিশু নির্যাতন ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম দন্ডনীয় অপরাধ”
মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা
অপরাজেয়-বাংলাদেশ
সোর্নালী সিলভার গার্ডেন
৪১-৪৫ রূপনগর এক্সটেনশন
বাইশটেকী, মিরপুর-১৩
ঢাকা-১২১৬